ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলকাতা বইমেলায় “স্বাধীন বাঙালী কবি” সম্মানে ভূষিত বাংলাদেশের কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

ভারতের আন্তর্জাতিক কলকাতা ব‌ইমেলায় স্বাধীন বাঙ্গালী কবি সম্মান দেওয়া হয়েছে বাংলাদেশের কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরীকে।

রবিবার (২৮ জানুয়ারী) সবুজ মন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে তাঁকে স্বাধীন বাঙ্গালী কবি সম্মান দেওয়া হয়। সম্মাননা তুলে দেন চন্দ্রনাথ বসু।

এসময় উপস্থিত ছিলেন কবি আকাশ পাইন, চিত্রশিল্পী সৈকত খাঁড়া, মধুমিতা ধূত, ড. সীমা রায় ,সেখ মনিরুদ্দিন, ধ্রবব্রত দত্ত , শিবশঙ্কর বক্সি।

সবুজ মন এখন ঘরে ঘরে। মনকে সবুজ রাখুন, সঠিক কথা লিখুন এই কথা বলেন চন্দ্রনাথ বসু।