ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোটেল-বাসাবাড়ি থেকে নেতাকর্মীদের আটক করা হচ্ছে, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা নেতাকর্মীদের পুলিশ আটক করছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে আটক করে রাজধানীর বিভিন্ন থানায় নিয়ে গেছে।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বার্তায় বলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসসহ হোটেল মিডওয়েতে যারা ছিল সবাইকে তুলে নিয়ে গেছে পুলিশ।

তার দাবি, বিএনপির মহাসমাবেশের প্রাক্কালে রাজধানীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের হিড়িক চলছে। গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি জানান রিজভী।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হোটেল মিডওয়ে থেকে আটকদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ দিনাজপুর এবং ফেনীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা রয়েছেন।

এ বিষয়ে জানতে ডিএমপির পল্টন থানার ডিউটি অফিসারের (উপ-পরিদর্শক) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কোনো অভিযান পরিচালনা করিনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪