ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণের কাজ চলছে।

 

পুরাতন টিনসেট মসজিদটি ভেঙেফেলে একই জায়গায় নতুন আঙ্গিকে একটি তিনতলাবিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চ্যারিটি কো-অর্ডিনেটর সৈয়দ মুফাজ্জল করিম নাঈম।

বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ আশরাফুল ইসলাম মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণ কাজের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে বলেন, ধর্মপ্রাণ মুসল্লীদের আন্তরিকপূর্ণ তদারকিতে মসজিদ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। মসজিদের বর্তমানে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণে অনেক টাকা প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ও দানশীলদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই দান কখনো বিফলে যাবেনা। এই দানের মাধ্যমে নিজেদের সওয়াবের খাতায় নিঃসন্দেহে আরো কিছু সওয়াব যুক্ত হবে। বিস্তারিত জানতে এবং মসজিদ নির্মাণ কাজে দানখয়রাত ও সার্বিক যোগাযোগ করতে ০১৬৭৮-৬১৫৯৪০ নম্বরে কল করুন।

 

উল্লেখ্য, বড়কাপন সৈয়দবাড়ী পাঞ্জেগানা মসজিদ প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত মুসল্লীদের সংখ্যা বেড়েই চলছে। আশপাশের বাসাবাড়িতে বসবাসকারী মুসল্লীদের কথা চিন্তা করে পাঞ্জেগানা মসজিদটিকে জামে মসজিদে রূপ দেয়া হলে প্রতিষ্ঠাকালীন অবকাঠামোতে মুসল্লীদের জায়গা সংকোচিত হওয়ায় ২০২২ইং সালের ১৬ সেপ্টেম্বর মসজিদ কমিটির সভাপতি সৈয়দ এ কে রিয়াজ উদ্দিন মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। এসময় মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।