ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় পুলিশকে ককটেল নিক্ষেপ হামলায় আসামি গ্রেফতার -২

এস.এম.জয়,বগুড়া:

বগুড়ায় ককটেল নিক্ষেপ হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ( ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের সুলতানগঞ্জ ঘোনপাড়া এলাকার কবির আকন্দ এবং বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার সাজু হোসেন। এদের মধ্যে কবির এজাহারনামীয় ৫নং আসামি এবং সাজু তদন্তে প্রাপ্ত আসামি।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি মুস্তাফিজ হাসান।

এর আগে, ঈদের দিন রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এক নারী ৯৯৯ ফোন করে মারধরের কথা জানান। এ- খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন ঘটনাস্থলে যান। এ- সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে থামতে বললে ওই যুবক ঘুরে ককটেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে থাকা ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ককটেল নিক্ষেপকালে ওই যুবকের সাথে আরও কয়েকজন যুবক ছিল বলে জানায় পুলিশ।

এ- ঘটনায় শুক্রবার রাতে উপশহর ফাঁ‌ড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দাখিল করেন। মামলায় ৫জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

ডিবির ওসি মুস্তাফিজ হাসান ” CNN Bangla 24″ -কে বলেন, পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।