মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের শূন্য রেখায় গরু চরাতে গিয়ে নদীর (খালের) পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
তার নাম দেলোয়ার হোসেন (৩৪)। তিনি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ঘোনার পাড়া এলাকার উলুবনিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। শুক্রবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ৩ টায় তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার
সীমান্ত পিলার ৩৫ এবং ৩৬ মাঝামাঝি মক্কর টিলা (জোড়া ব্রিজ) নামক স্থানে গরু চরাতে যায়, হঠাৎ বৃষ্টিতে খালে ঢলের পানি আসতে শুরু হয়। এসময় খাল অতিক্রম করার সময় পাহাড়ি ঢলের স্রোতে পানির নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় মেম্বার মোঃ আলম মিয়া, তুমব্রু বিওপির বিজিবি জোয়ানরা এলাকার লোকজনকে দিয়ে পানিতে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
এর পর ফায়ার ব্রিগেডের সদস্য ও ডুবির টিম এসে উদ্ধার তৎপরতা চালায়। নিখোঁজ দেলোয়ারের খুঁজ না পেয়ে সন্ধ্যায় ফায়ার ব্রিগেডের সদস্যগণ চলে যান। রাতের মধ্যে খোঁজে পাওয়া না গেলে তারা শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে জানান।