ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরসহ ৫ শিবিরকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি :

 

নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতের আমিরসহ ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত নরসিংদী শহরের বাশাইল, গাবতলী ও চিনিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- নরসিংদী শহর জামায়াতের আমির আজিজুর রহমান, ছাত্র শিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ, শহর জামায়াত সদস্য হাবিব হাসান, আমজাদ হোসেন ও জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, নাশকতার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় বাদী হয়ে মামলা করে পুলিশ। সেই মামলায় এই পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

ওসি আবুল কাশেম ভূঁইয়া আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে তিনি (ওসি আবুল কাশেম ভূঁইয়া) ও কয়েকজন পুলিশ সদস্য মিলে অভিযান চালিয়ে তাদের জামায়াতের আমিরসহ স্থানীয় ৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪