ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!পরিবারের দাবী হত্যা

শওকত আলম,কক্সবাজার

মহেশখালীর মাতারবাড়িতে বকেয়া সুলতানা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার নিজ শ্বশুর বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে শ্বশুর বাড়ির লোকজন। তাদের দাবি বকেয়া আত্মহত্যা করছে।

নিহতের ভাই ফয়সালের দাবী তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ‘গত ৮ মাস আগে মাতারবাড়ির মগডেইল এলাকার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ বাপ্পির সাথে নিহত বকেয়ার বিয়ে হয়। তারা উভয়ই একে-অপরকে ভালোবেসে উভয়ের পরিবারের অসম্মতিতে বিয়ে করায় যৌতুক নিয়ে নানা ঝামেলা চলে আসছিলো। বকেয়ার পরিবার থেকে ৪ লক্ষ টাকার যৌতুক দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু এরপরেও তার বোনকে মারধর করতো শ্বশুরবাড়ির লোকজন। গত কয়েকদিন আগেও ইফতারের জন্য মারধর করা হলে বকেয়ার বাবার বাড়ি থেকে ইফতার পাঠানো হয়। কিন্তু আজকে বকেয়াকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তার।

মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে, ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. বাপ্পী পলাতক রয়েছে।