ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কিং ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কিং ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার কিং ফান্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা আরাফত উপস্থিত থেকে এ ইফতার বিতরণী কার্যক্রম পরিচালনা করেন।

 

প্রথম রমজান থেকেই এ ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। আরাফ গরীব দুঃখী ও সাধারণ মানুষের পাশে সব সময় সবার উপকারে এগিয়ে আসেন। তার এই মহৎ কার্যক্রম এলাকাবাসী ও সাধারণ জনগণের মাঝে খুবই জনপ্রিয়তা পেয়েছে।

 

তিনি সবার মাঝে প্রতিশ্রুতি দিয়েছেন কারো কোন সমস্যা হলে কিং ফাউন্ডেশন এসে অবগত করার জন্য।তিনি শুধু এই রমজান মাসে নয় তিনি সবসময় এলাকার গরিব দুঃখী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান।