ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ওই ইউনিয়ন’র তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইরফান মাহবুব রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দোছড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি মুহাম্মদ ইমরান।

 

রবিবার ১০ মার্চ তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইদ্রিস’র সঞ্চালনার প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, দোছড়ি ইউনিয়ন পরিষদে’র প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর নুরুল আজিম ও সহকারী শিক্ষক আবু ছালেহ নোমান।

 

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।