ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে চোরাই সুপারি ও গরু আটক, গ্রেপ্তার-২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬ বস্তা বার্মিজ শুকনো সুপারি, তিনটি গরু ও দুই জন টিউবল মিস্ত্রিকে আটক করেছে।

শনিবার (১৭ জুন) ১১ বিজিবির নিয়মিত টহল দল ক্যাজরবিল এলাকা হতে মালিকবিহীন এ ১৬ বস্তা বার্মিজ সুপারী আটক করে।

অপরদিকে ভাল্লুকখাইয়া বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ৪৯ নং সীমান্ত পিলারের নিকট হতে তিনটি বার্মিজ গরু আটক করেন।

আরোও খবর…..তৃতীয় শ্রেণি পড়ুয়া প্রতিবন্ধী  শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার 

আটককৃত সুপারি ও গরু ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে।

একইদিন ভাল্লুকখাইয়া বিওপি’র জোয়ানরা দু’জন টিউবওয়েল মিস্ত্রিকে সীমান্তের বামহাতির ছড়া নামক এলাকা থেকে দুটি ফিল্টারসহ মিয়ানমারের যাওয়ার সময় আটক করে। এরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ফরিদুল আলমের পুত্র সাহাবউদ্দিন ও কবির আহমদের পুত্র কামালউদ্দিন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: