ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুব‌দিয়ায় ওয়া‌র্ডের উপ-‌নির্বাচ‌নে জ‌সিম বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: কুতুব‌দিয়া

 

কুতুব‌দিয়ায় উত্তর ধুরুং ইউ‌নিয়‌নের ৯ নং ওয়া‌র্ডের শ‌নিবার উপ-‌নির্বাচ‌নে তে‌লিয়াকাটা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রে ভোট গননার পর বেসরকা‌রি ফলাফ‌লে তালা প্রতী‌কের প্রার্থী জ‌সিম উ‌দ্দিন‌ ১০৫৬ ভোট পে‌য়ে জয়লাভ ক‌রে‌ছেন। তার নিকটতম প্রার্থী টিউবও‌য়েল প্রতী‌কে বোরহান উ‌দ্দিন পে‌য়ে‌ছেন ৬৩৮ ভোট।

 

সকাল ৮ টা থে‌কে বিকাল ৪ টা পর্যন্ত শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোট গ্রহণ চলে। ওই ওয়া‌র্ডের ভোটার ছিল ২ হাজার ৫৬১ জন। ভোট প‌রে‌ছে ১৭১৬ টি। ওই ওয়া‌র্ডের ইউ‌পি সদস‌্য নুরুল হক মারা যাবার পর এ‌টি শূন‌্য হ‌য়ে প‌ড়ে। উপ-‌নির্বাচ‌নে তার ছে‌লে জ‌সিম উ‌দ্দিন নির্বা‌চিত হ‌লেন। তার মূল প্রতিদ্ব‌ন্ধি প্রার্থী বোরহান উ‌দ্দিন অন্তত ৪ বার নির্বাচ‌নে অংশ নেন ওই ওয়া‌র্ডে।

 

বিকাল ৫টার দি‌কে ভোট গণনা শে‌ষে সবার উপ‌স্থি‌তি‌তে কে‌ন্দ্রের প্রিসা‌ই‌ডিং কর্মকর্তা উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মো: র‌ফিকুল ইসলাম নির্বাচ‌নের ফলাফল প্রকাশ ক‌রেন।