ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় কৃষকের পাঁকা ধান কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া :

উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নে এক কৃষকের জমির পাকাঁ ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উক্ত পাঁকা ধানের মূল্য আনুমানিক ৩০ হাজারঠাকা বলে কৃষকের দাবী কৃষকের ।বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রত্নপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মৃত ফজলুল করিমের রেখে যাওয়া সম্পদ( ৭) সাত পুত্র ও ৩ কন্যাকে বন্টন করে দেয় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রাপ্ত জমিতে মৃত ফজলুল করিমের বড় সন্তান বদিউল আলম দীর্ঘদিন চাষ আবাদ করে আসছেন।কিন্ত গত ২-৩ মাস আগে থেকে জমি কেড়ে নিতে ষড়যন্ত্র করতে থাকে কুচক্রী দুই সহোদর ছৈয়দ আলম ও জসিম উদ্দিন।এতে বদিউল আলম আইনের আশ্রয় নেওয়ায় গত বুধবার ছৈয়দ ও জসিমের নেতৃত্বে ৫/৬ জনের একদল সন্ত্রাসী জড়ো করে ২০ শতক জমির কাঁচা ধান কেটে নিয়ে যায় বলে জানান।