ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে স্বাধীনতা দিবসে অসহায় দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ১১ বিজিবি।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব অসহায় কয়েকশো নারী-পুরুষের মাঝে সুস্বাদু ইফতার ও রাতের খাবারসহ নিরাপদ পানি বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিজিবির দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী পরিচালিত ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের এ কর্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবি’র জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্ণেল সাহল আহমেদ নোবেল এসি। তিনি বলেন, রমজান সংযমের মাস,এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় ১১ বিজিবি’র উপ -অধিনায়ক মেজর আষীক,মেজর রাফি উস হাসান, সহকারী পলিচালক মো: আল আমিনসহ বিভিন্ন পদের দায়িত্বশীলরা এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।