ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল

শিব্বির আহমদ রানা,বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে রোযাদারদের সম্মানে বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল রোববার (২৪ মার্চ) উপজেলার পৌরসভাস্থ লক্ষি স্কয়ারের অভিজাত নিউ স্যাফরান রেস্টুরেন্টে এ সম্পন্ন হয়।

 

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা করেন জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম।

 

বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আবু নাছের এর সঞ্চালনায় এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন যুগ্ন জেলা ও দায়রা জজ মুহাম্মদ শামশুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মোস্তফা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ।

 

এ সময় আলোচনায় অংশ নেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুল হক চৌধুরী, এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার,এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ শামশুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ রেদোয়ানুল হক চৌধুরী,এডভোকেট দিলীপ দাশ,এডভোকেট দীপংকর দে, যতীন্দ্রনাথ সুশীলসহ সাবেক সেক্রেটারিবৃন্দ।