ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:

টেকনাফের হ্নীলায় ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালি এলাকা থেকে জসিম উদ্দিন নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তার জসিম উদ্দিন (৩৪) টেকনাফ উপজেলার পূর্ব মহেশখালিয়াপাড়ার নুরুল হোসেনের পুত্র।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাদক কারবারি জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪