ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সেলিম উদ্দীন, ঈদগাঁও

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ আগস্ট) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন।

 

সমাবেশে জেলা শিক্ষা অফিসার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমানে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হলো মাদরাসা শিক্ষাব্যবস্থা। এ জন্য মাদরাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

 

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজার সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ জমির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ রাহমতুচ্ছালাম ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হাফেজ কুতুব উদ্দীন।

 

এসময় গর্ভনিং বডির সদস্য, সাবেক মেম্বার মমতাজ আহমদ, কবির আহমদ আনসারী, আনম রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক রেজাউল করিম আরমান, সহকারী অধ্যাপক আবুল ফজল,রশিদ আহমদ, আরবী প্রভাষক ছৈয়দ করিম, মাঈনুদ্দীন, জসিম উদ্দিন, হাবিবুল আজিজ, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, সরওয়ার আলম, আব্বাস উদ্দীন, সহকারী শিক্ষক রোকন উদ্দীন, ইছমত আরা, উম্মে কুলছুম, নওরিন জাহান, সায়েকা ইয়াছমিনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪