শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিত দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদদুহাইলান।
সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় সৌদি রাষ্টদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) মো. কামরুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম সহ প্রকল্পে নিয়োজিত উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় তারা বিদ্যুৎপ্রকল্প পরিদর্শন শেষে বিকাল ৪টায় বাঁশখালী ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করেন।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: