ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কর্ণফুলী,প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এর উদযাপন হয়।

 

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান তালুকদার।

 

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল জলিল লিটন, জসিম উদ্দিন, আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, শাহনেওয়াজ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ওয়াহিদ, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক সোহাগ গাজী, নাট্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক আহম্মদ নুর,সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম।

 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭জুলাই বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪