ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় চুরি হওয়া টাকা ও মোটর সাইকেলসহ যুবক আটক

আবদুল ওয়াহাব, লোহাগাড়া :

৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ও এসআই রুহুল আমিনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সুখছড়ি এলাকা থেকে মোটর সাইকেলসহ এক যুবককে আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক উজ্জল নাথের দোকান থেকে চুরি হওয়া গরু বিক্রির টাকা উদ্ধার করতে থানায় একটি মামলা হয়। এই ঘটনায় নাহিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি মতে তার কাছ থেকে ১ লক্ষ ২১হাজার টাকা জব্দ ও বাকি টাকা দিয়ে ক্রয়কৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

 

আটক নাহিদকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

থানা সুত্রে জানা যায়, গত ২৫ জুলাই বিকেলে উজ্জল নাথ নামের এক পল্লী চিকিৎসকের ফার্মেসি থেকে গরু বিক্রির সাড়ে ৩ লক্ষ টাকা চুরি হয়। এবিষয়ে পল্লী চিকিৎসক উজ্জল নাথ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় দায়ী প্রকৃত চোরকে আটক করার জন্য মাঠে নামে লোহাগাড়া থানার পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪