ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তিনি সস্ত্রীক ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির মহাসচিবের।

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ মার্চ স্ত্রীসহ সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে যান।

 

জানা গেছে, সিঙ্গাপুরে যাওয়ার পর দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপির মহাসচিব। সেখানে তার বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এ সময়ে তার ছয় কেজি ওজন কমেছে। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনের পরামর্শ নেন এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা হয়।