ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় লবণ মাঠে গ্যাসের সন্ধান

দেলওয়ার হোসাইন, পেকুয়া :

কক্সবাজারে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়ায় লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান মিলেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে এই গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

 

জানা যায়, স্থানীয় মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমির পাশে পানিতে বুদবুদের দৃশ্য দেখতে পান। কৌতুহলী হয়ে ওই স্থানের হালকা মাটি খুঁড়লে গ্যাসের তীব্র গন্ধ অনুভব করেন। পরে সেখানে আগুন দিলে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠে। এতে ধারনা করা হচ্ছে ওই স্থানে গ্যাস রয়েছে।

 

মুহুর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমান। এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনেছি, আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।