ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওর পোকখালিতে প্রতিবন্ধী রহিমুল্লাহর বাড়ি আগুনে ভস্মীভূত

শওকত আলম:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালির দৃষ্টি প্রতিবন্ধী রহিমুল্লাহর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্র জানায়, পোকখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডে, সাবেক চেয়ারম্যান কবির আহমদের বাড়ির পাশে অবস্থিত রহিমুল্লাহর বাড়িতে লাগা আগুনে ওই বাড়ির নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মোট ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এমনটাই জানালেন প্রতিবন্ধী রহিমুল্লাহ। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

 

জানা যায়, সন্ধ্যা ৭টায় রান্না ঘরের কাজে ব্যবহৃত গ্যাস থেকে আগুন লেগে যায়। পরে অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি।

 

প্রতিবন্ধী রহিমুল্লাহ স্থানীয় সরকার, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, এমপি ও প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪