ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ঝুপড়ি ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং আব্দুস সালামের পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এই অগ্নিকাণ্ড ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সালামতউল্লাহর বাড়ির কেয়ারটেকার থাকার ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে থাকা এক বৃদ্ধ কেয়ারটেকার বের হতে না পেরে আগুন পুড়ে মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেয়ারটেকারের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।