ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

আবুল কাসেম মহেশখালী, কক্সবাজার:

মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়ছড়া এলাকার পাহাড়ি ঢলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ভেঙ্গে যায় অসংখ্য বাড়িঘর। পূনর্বাসনের জন্য গত ১২ সেপ্টেম্বর দলটি আর্থিক সহযোগিতা প্রদান করে ৪০টি পরিবারের মাঝে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলার সাবেক সভাপতি কামরুল হাসান ও হাফেজ আব্দু রহিম। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার আশেক ইলাহিসহ
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতা এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট