ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড় ভাই কুপিয়ে মারলো ছোট ভাইকে

এবিএম হামিদ উল্লাহ:

কক্সবাজার শহরতলির খুরুশকুলে পৈত্রিক ভিটের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজের ছোটভাই বেলাল (৪০) কে হত্যা করেছে বড় ভাই মোস্তাক আহমদ। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল এগারোটার দিকে খুরুশকুল ইউনিয়নের রাস্তারপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত বেলাল হোসেন ও অভিযুক্ত মোস্তাক আহমদ ওই গ্রামের মৃত সাহাবুউদ্দিনের পুত্র।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলাল হোসেন পৈত্রিক বসতভিটায় না থেকে শ্বশুর বাড়ি এলাকায় ভিটা কিনে বসবাস করে আসছিলেন। পরে পিতার মৃত্যু হলে পৈত্রিক বসতভিটায় গিয়ে বাড়ি করে বসবাস করতে চাইলে তার বড় ভাই মোস্তাক আহমদ ক্ষিপ্ত হয়ে বাধ সাধেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বেলাল হোসেন পৈত্রিক ভিটায় গেলে হঠাৎ তার বড় ভাই মোস্তাক আহমদ পেছন থেকে দায় দিয়ে কোপায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বেলালকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি নাজমুল হক জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪