নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪
টেকনাফ-সেন্টমার্টিন নৌ- রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে বুধবার (২৭ সেপ্টম্বর) সকাল ১০ টায় দিকে ৫১৭জন পর্যটক নিয়ে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছেন।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি বছরের ২০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ ছিল। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু করা হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। তিনি বলেন, সাগরের আবহাওয়ার ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।
এক সপ্তাহের জন্য এ জাহাজটি অনুমোদন দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৈঠকের মাধ্যমে অন্যান্য জাহাজ চলাচল করবে কি-না পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ।