ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গণমাধ্যম কর্মীকে চিকিৎসা সহায়তা দিলো জাতীয় সাংবাদিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুর গণমাধ্যম কর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা ।

 

 

কক্সবাজার সদর হাসপাতালে ৫ম তলায় চিকিৎসাধীন গণমাধ্যম কর্মী মো: আমান উল্লাহ কে বুধবার (৫ জুলাই) বিকালে দেখতে যান কক্সবাজার জেলার জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। এসময় তার চিকিৎসার খোঁজ খবর নেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সংশ্লিষ্ট হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানিয়েছেন। সে দৈনিক আপক কণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

 

এসময় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামল হোসেন আজাদ, সহ সভাপতি শেফাইল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি), সহ সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিনার, অর্থ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ঈদগাঁও প্রেসক্লাব এর সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন, সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান রাজু, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ইমন, সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহিম উপস্থিত ছিলেন ।

 

উল্লেখ্য গত ২৫ জুন বাড়ি ফেরার পথে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের থোয়াইঙ্গাকাটা এলাকায় পৌঁছলে গণমাধ্যম কর্মী মো: আমান উল্লাহ কে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাম পা কেটে ফেলা হয়েছে। বর্তমানে মো: আমান উল্লাহ কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪