ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে রাস্তা-ফুটপাত দখলকারীদের উচ্ছেদ পরবর্তী মনিটরিং সভায় সিটি মেয়র:কোন অপশক্তি আমাকে রুখতে পারবে না

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মহানগরের নিউ মার্কেট থেকে ফলমন্ডি পর্যন্ত পুনর্দখল ঠেকাতে এবং অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখলকারীদের উচ্ছেদ পরবর্তী মনিটরিং কার্যক্রম সংক্রান্ত সভা গতকাল বুধবার নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন সিটি চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী,সভায় সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম ( বার), পিপিএম (বার)। এসময় সেখানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরের উন্নয়ন কাজ ও অবৈধ উচ্ছেদ কার্যক্রমে কেউ আমাকে দমন বা রুখতে পারবে না,কেউ সরকারের সাফল্যের জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।

 

তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনৈতিক, অবৈধভাবে দখল করতে না পারে তার জন্য বিশেষ আইন প্রয়োগের অনুরোধ জানিয়েছেন।

 

আয়োজিত সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি,সমাজসেবক, প্যাণেল মেয়র,কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।