ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, সর্বজনীন পেনশন স্কীমে জমা রাখা টাকা সরকারের কাছে জনগণের আমানত। সরকার লভ্যাংশ সহ উপকারভোগীকে সে আমানত ফিরিয়ে দেবে। এ অর্থ তাদের বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা। এজন্য সরকারের দেওয়া এ সুযোগকে কাজে লাগাতে সকলকে সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্তির আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ সালাহ উদ্দিন বলেন, সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভূক্তির মাধ্যমে জনগণ একটি নির্দিষ্ট সময় টাকা জমানোর পর পেনশনের আওতাভূক্ত হবেন। এরপর থেকেই সরকার তাদের আজীবন পেনশন প্রদান করবে। তিনি আরো বলেন, পেনশন ভোগকারীর মৃত্যুর পর তার পরিবার এ পেনশনের উত্তরাধিকারী হবেন। তাই প্রতিটি নাগরিকের নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতকল্পে এ স্কীমে অন্তর্ভূক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি, বিশেষ করে সর্বজনীন পেনশন স্করমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য উপস্থাপন করেন। জেলা তথ্য অফিস এ বিষয়ে নানাবিধ প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও সমাবেশে জানানো হয়।

মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, এনজিওকর্মী সহ নানা শ্রেণিপেশার নারীগণ অংশগ্রহণ করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট