ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় অর্ধকোটি টাকার ইয়াবাহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

রবিবার (১৩ আগস্ট) রাতে লোহাগাড়া চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. মিজানুর রহমান(৫৫) সাতক্ষীরা ঝাউডাঙ্গা পাথরঘাটা এলাকার মৃত শহর আলীর ছেলে।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ কাজে জড়িত থাকায় চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪