ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রলার হতে ১০ মরদেহ উদ্ধার মামলায় আরো একজন আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের আলোচিত ঘটনা নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার মামলায় ইমাম হোসেন নামের এক জনকে মহেশখালী হতে গ্রেফতার করেছে পুলিশ।

 

মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকা হতে সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে ইমাম হোসেন কে গ্রেফতার করা হয়েছে।সে এঘটনার প্রধান আসামী কামালের ভাই ও সাইরার ডেইল এলাকার মোহাম্মদ ইলিয়াছেন পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস মামলার তদন্তকারী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তদন্তকারী কর্মকর্তা আরো জানান, এ মামলায় এর আগে সাত জন গ্রেফতার করে আদালতের আদেশে বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এসব জবানবন্দি ও রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত ৩০ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

নুর মোহাম্মদ, সিএনএবাংলা২৪