ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা

আবদুল হাকিম রানা, পটিয়া:

 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার নতুন কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

তাদের দুইজনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি রিদুয়ান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয় মিজবাহ উদ্দীন জিয়াদকে।
এছাড়াও আরো বিভিন্ন পদে মোট ৩৮ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

 

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি রিদুয়ান সিদ্দিকী এর আগে পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়া পূর্বের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪