ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

হোসেন বাবলা,চট্টগ্রাম:

নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন (Annual Performance Agreement APA) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২০২৩-২০২৪ আজ ১৪জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়- বিপিএম (বার), পিপিএম (বার) ।

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সিএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ),এম .এ মাসুদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) , আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা উপ-পুলিশ কমিশনার (সদর) ,মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ নগরীর বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত এবং নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪