ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার অফিস :

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে আজিম মওলা সাহেদ ওরফে ছায়া নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, বদুপাড়ার পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন মধ্যপান করে একটি লাকড়ির গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিলেন। এসময় সাহেদ এলে তাঁকে ছুরিকাঘাত করে দেলোয়ার। পরে স্থানীয়রা সাহেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।’