ই-পেপার | শনিবার , ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় আইসসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ হেলাল উদ্দিন, চকরিয়া:

র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চকরিয়া পৌরসভার চকরিয়া শপিং কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ডের মেসার্স শাহ আমানত স্টোর নামক কাপড়ের দোকানের ভেতরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ক্রিষ্টাল মেথসহ অবস্থান করছে।

 

উক্ত তথ্যের প্রেক্ষিতে সোমবার বিকেল তিনটার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের একটি দল বর্ণিত পরিচালনা করে। একপর্যায়ে কয়েকজন লোক র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারি উপজেলার গড়দুয়ারা গ্রামের ফরিদ আহমদের পুত্র মহিউদ্দিন শিবলু (৪৪), খুলনার খালিশপুর উপজেলার মুজগুন্নি গ্রামের ইকবাল আহমদের পুত্র মাসুদ রানা (৩০), কক্সবাজারের চকরিয়া উপজেলার দিগর পানখালি গ্রামের মৃত গোলাম সোবহানের পুত্র সাবের আহমদ টুক্কু (৪০) ও মিয়াজিপাড়ার আবু সালামের পুত্র মামুনুর রশিদ রিপন (২৮)।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: