ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদক মামলার পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ হতে মাদক মামলার একজন পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল শনিবার (৮ জুলাই) বিকালে ররইতলী এলাকা থেকে মোঃ জাকির হোসেন নামের মাদক কারবারীকে গ্রেফতার করে।

 

গ্রেপ্তার মো: জাকির হোসেন (২৮) টেকনাফ উপজেলার বরইতলী এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র। র‌্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামী মাদক মামলার সাথে জড়িত সে গ্রেফতার এড়াতে ৬ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে ছিলেন।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৪২(০৮)১৭, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।

পূর্বে মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪