ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

সালেহ আহমদ (স’লিপক):

দেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের বালক বালিকাদের নিয়ে মাসব্যাপি মৌলভীবাজারে অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার জেলা ষ্টেডিয়াম মাঠে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
অ্যাথলেটিক্স প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করছে। মাসব্যাপি অ্যাথলেটিক্স প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের তালিকাভুক্ত অ্যাথলেটিক্স কোচ ফয়জুল হক।
অ্যাথলেটিকস প্রশিক্ষণ জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমানের সভাপতিত্বে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও জেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।