ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও উপজেলা নির্বাচন থেকে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি:

আসন্ন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিন প্রার্থী। মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। এর মধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থী এবং একজন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা আজিজুল হক রুবেল তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

পারিবারিক সিদ্ধান্ত ও রাজনৈতিক কারণে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম বলেন, আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সবকিছুর আগে আমার দল বড়। দল থেকে যেই সিদ্ধান্ত আসুক না কেন আমি মেনে নিতে প্রস্তুত।