ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৯ কেজি গাঁজাসহ ইয়াছিন মন্ডল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-১০। এসময় অভিনব কায়দায় প্লাস্টিকের মাদুরের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় গাঁজা বহনকালে আটক করা হয় এই ব্যাক্তিকে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম.জে. সোহেল প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

তিনি আরও জানান, ১৯ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। রবিবার পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট জব্দ কৃত মাদক সহ আসামিকে হস্তান্তর করা হয়েছে। আটক ইয়াছিন মন্ডল লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত শাহ জামাল মন্ডলের পুত্র।