সালেহ আহমদ স’লিপক :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্স। এর আগে তিনি এই বিদ্যালয়ে টানা দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন।
ওয়াদুদ বক্স তৃতীয় বারের মতো কানিহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদী বিদ্যালয় সংশ্লিষ্টরা। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়া কানিহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৃতীয় বারের মতো নির্বাচিত সভাপতি ওয়াদুদ বক্স বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। এছাড়াও তিনি সকলের সু-পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।