ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদ্রাসায় ‘জয় বাংলা’ স্লোগান পৌঁছে দেওয়া জিনাত সোহানার সামনে এমপির হাতছানি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ থেকে একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। এবার তিনি চট্টগ্রাম-২ আসন থেকে সরাসরি ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।

ফলে দ্বাদশ জাতীয় সংসদে রদবদল হচ্ছে এই আসনে। ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন আগ্রহীরা।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, এ সংসদে চমক হতে পারেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

নেতাকর্মীরা বলছেন, অনেকেই দৌড়ঝাঁপ শুরু করলেও নানা সমীকরণেই জিনাত সোহানা চৌধুরীই এগিয়ে আছেন। কেননা বিভিন্ন সময় কওমি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। মাদ্রাসায় ‘জয় বাংলা’ স্লোগান পৌঁছে দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া করোনা অতিমারির সময় আইসোলেশন সেন্টারের উদ্যোগও নিয়েছিলেন তিনি। এসবের মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

 

জিনাতের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সদস্য। পাশাপাশি ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য হিসেবেও কাজ করছেন। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, জিনাত সুহানা চৌধুরী বাংলাদেশের প্রথম নারী, যিনি চট্টগ্রামের শতাধিক মাদ্রাসায় গিয়ে হাজারো শিক্ষার্থীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, জয় বাংলা স্লোগান ধ্বনিত করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। মাদ্রাসার শিক্ষার্থীদের শুনিয়েছেন মহান মুক্তিযুদ্ধের গল্প। তাদের শপথ করিয়েছেন মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার। এসব কারণে তরুণ প্রজন্মের অনেকের কাছেই ‘আইকন জিনাত’। তিনি তাহের নাহার ফাউন্ডেশনের হয়ে ৩৫০টিরও বেশি সেমি পাকা গৃহনির্মাণ করে দিয়েছেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তিনি।

কথা হলে জিনাত সোহানা চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। যদি কখনো সুযোগ পাই, তা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা মেয়াদে যেসব উন্নয়মূলক কর্মকাণ্ড হয়েছে, সেসব বার্তা আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জঙ্গিবাদ দমনে মাদ্রাসাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি এবং করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।