ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গর্জনিয়ায় বিদেশি সিগারেট ও মোটরসাইকেলসহ ২ যুবক আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

রামু উপজেলার কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে এক হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও আটক করে পুলিশ।

 

আটক মোঃ রহিম উল্লাহ (২০) কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি নুরুল আলমের ছেলে। অপরজন রহিম উল্লাহ বাহার (২২) কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার লাউয়ার পাড়ার ফরিদুল আলমের ছেলে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গর্জনিয়া পুলিশের নবাগত আইসি সাইফুল আলম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুলপাড়া থেকে এসব বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।

 

ফাঁড়ির আইসি সাইফুল আলম জানান, তিনি সবেমাত্র যোগদান করেছেন। অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড, মাদকসহ চোরাকারবারিদের ছাড়া দেওয়া হবেনা বলে জানান এ কর্মকর্তা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪