ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে তিন’শ সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো দিবা স্বপ্নচারী

নুর মোহাম্মদ,কক্সবাজার :

ঈদের আনন্দ তো শিশুদের জন্যই। আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পুরনো পোশাকে। এসব সুবিধাবঞ্চিত ও ভাগ্য বিড়ম্বিত শিশুদের কাছে প্রতিবছরের মতো এবারও খেলনা, ঈদের উপহার ও নতুন জামা তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দিবা স্বপ্নচারী।

কক্সবাজার শহরের কলাতলির সমুদ্র পাড়ের একটি হোটেলের হলরুমে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

বেটার টুগেদার বাংলাদেশের প্রতিষ্ঠাতা বোরহান আল ফারুক ও দিবা স্বপ্নচারীর প্রতিষ্ঠাতা জাকিয়া সুলতানার যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কার্তিক চাকমা, জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ঈসমাইল।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দিবা স্বপ্নচারী’র প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম রিফাত ও এমআইএস এর নাছির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আপেল মাহমুদ কুরআনের আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন, তুমি ভাল কাজ কর। তুমি আমাকে নুন দাও কেয়ামতের দিন আমি সেই নুন পরিশোধ করব। মহান আল্লাহ ভাল কাজকে নুন হিসাবে নিয়ে কেয়ামতের দিন পুরস্কার হিসাবে বেহেস্ত দান করবেন।

তিনি বলেন, এটাই হচ্ছে ভাল কাজ। মহান আল্লাহ ভাল কাজকে এভাবেই উৎসাহিত করেছেন। ভাল কাজে সহযোগিতা করলে সমান সওয়াব পাওয়া যায়।

তিনি ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে স্বপ্নচারী বিদ্যপীঠকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অতিথিগণসহ দিবা স্বপ্নচারী কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও স্বপ্নচারী বিদ্যাপীঠের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।