ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে পাবনা সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে উপজেলা আ লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের বিজয় করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার রাতে সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে ও সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগরে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।

 

বক্তব্য বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবে, তাই সকলের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা নির্বাচনে উপজেলা সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

 

উপজেলার দশটি ইউনিনের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৮টি ইউনিয়নের চেয়ারম্যান উঠান বৈঠকে উপস্থিত থেকে সমর্থক জানান