ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

শওকত আলম

কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদ্য সাবেক জেলা সদস্য সচিব এড. একরামুল হুদার সভাপতিত্বে বঙ্গবন্ধু’র সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনের আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি ৮ আগস্ট, মঙ্গলবার বিকেল চারটায় পালিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জয়নাল হাজারী, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী জসিম উদ্দিন সিদ্দিকী, মক্কা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম, সাবেক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাসান ইকবাল রিপন, আবদুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল আলম টিপু, মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, কাজী তামজিদ পাশা, মোহাম্মদ ইদ্রিস, সাইদুল করিম, হেদায়েত উল্লাহ বাবুল, কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ছোটন, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা হানিফ, আবুল কালাম, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক আরমান, খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রবাষক ও খতিব মৌলানা মোহাম্মদ ইমরান।

শেষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এইচ এম কাদের,সিএনএন  বাংলা২৪