ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

এবি পার্টি’র নিবন্ধন না পাওয়ায় ইসির প্রতি ক্ষোভ

সিএনএন বাংলা ডেস্ক:

সিইসি তথা নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে তাদের প্রতি সুবিচার করনেনি বলে মন্তব্য করেছে এবি পার্টি। এখানে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় করা হচ্ছে এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) উদ্দেশ্যে দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, সিইসির কি বিবেকের দংশন নেই।

 

 

সোমবার (২৪ জুলাই) নির্বাচন ভবনে প্রতিবাদলিপি জমা দিতে এসে এবি পার্টিকে নিবন্ধনের তালিকা থেকে বাদ দেয়ায় এমনই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সকল নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারকে বলছি, আপনাদের বিবেকের কি দংশন নাই? আপনাদের বিবেক কি আপনাদের দংশন করে না? আপনারা যে পরপর এতোগুলো অন্যায় করে যাচ্ছেন।

সোলায়মান চৌধুরী বলেন, দুঃখ এবং বেদনার সঙ্গে বলছি, ইসির কাছে ন্যায়বিচার পাব আশা করেছিলাম। তবে বাস্তবে দেখলাম ন্যায়, অন্যায়ের পার্থক্য বুঝতে অনেকের কষ্ট হচ্ছে। ন্যায়কে অন্যায়, আর অন্যায়কে ন্যায় করার বিষয়টি দেখতে পাচ্ছি। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং বিবেককে জাগ্রত করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, লোকজন পাঠিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে মানুষের ছোটখাটো ত্রুটি কোথায় আছে, এগুলো বের করার চেষ্টা করছেন। কিন্তু যাদের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলেন তাদের বিশাল ক্রটি। কোনো বাস্তবতা নাই। তারা দেশের কোনো রাজনৈতিক দল, মানুষ, সুশীল সমাজ, জনগণ কেউ জানে না। আর আমরা সকল শর্ত অক্ষরে অক্ষরে পূরণ করেও নিবন্ধন পাইনি। আমাদের নিবন্ধন দেন আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪