ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক , ঢাকা:

 

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহলে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, টাউনহলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০টা ২১ মিনিটে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

এদিকে রোববার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিন মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা নামক স্থানে স্বপ্ন পরিবহনে যাত্রী সেজে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুরে গেছে বাসটি।শনিবারও বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটে। রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

 

সিএনএন বাংলা২৪