ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বগুড়া থেকে, এস.এম.জয়

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি’ স্লোগানকে ধারন করে বগুড়া সদর উপজেলা চত্বরে দুইদিন ব্যাপী অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ও ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা।

 

বিজ্ঞান মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্লাবের ৩০টি স্টল স্থান পেয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।