ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে হেলে পড়েছে ৪তলা ভবন, দেখা দিয়েছে ফাটল

নিজস্ব প্রতিবেদক,সাভার (ঢাকা):

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি ৪তলা ভবন অপর একটি ৬তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এঘটনায় ৪তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে ধানসিঁড়ি মহল্লায় একটি ৪তলা ভবন পাশের ৬তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হয়। এঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস।

হেলে পড়া ভবনের মালিকের নাম জিয়াউর রহমান সিকদার ও পাশের ৬তলা ভবন মালিকের নাম শামসুল হক বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তারা ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের ৪তলা ভবনটি পাশের ৬তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পরে। পরে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে ৪তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

এব্যাপারে ৬তলা ভবনের মালিক শামসুল হক বলেন, বিকেল হঠাৎ শুনতে পাই আমার বিল্ডিংয়ের ওপর পাশের ৪তলা বিল্ডিং হেলে পড়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে। কিন্তু ও চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একটা ৪তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। পাশের ৬তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ৪তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ভবনটি কেন হেলে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত ওই ভবনে বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।