ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ১২ বছর পর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার অফিস :

কক্সবাজারের চকরিয়ায় ১২ বছর পর ডাকাতি মামলার আসামি কফিল উদ্দিন (২৮) গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালুমঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি দল ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

 

গ্রেফতার কফিল উদ্দিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।

 

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কফিলকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ । তাকে দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।